বাঘায় শেষ দিনে আ.লীগের নির্বাচনী জনসভা

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় প্রচারণার শেষ দিনে নির্বাচনী জনসভা করেছে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের আ.লীগের প্রার্থীর নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

এসময় এ আসনে আ.লীগের প্রার্থী শাহরিয়ার আলম বলেছেন, জাতিসংঘ বলেছে, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সেই আলোকে আমরা ২০৪১ সালে এ দেশকে উচ্চ আয়ের দেশে পরিণত করতে চাই।

তিনি আরো বলেন, আপনারা জেনে খুশি হবেন, নির্বাচন পরবর্তী সময় প্রায় ৭০০ কোটি টাকা ব্যায়ে নদী তীরবর্তী এলাকা দিয়ে বাধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হবে। স্বাধীনতার পরে চারঘাট ও বাঘায় আপনাদের মুল্যবান ভোটে পরপর দুইবার আ’লীগের বিজয় এনেছি আমি। ফলে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান রেখে আমি এলাকায় উন্নয়ন করেছি। আমার বিশ্বাস ইতোমধ্যে আপনারা তার সফলতা লক্ষ্য করেছেন। বাঘায় দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি স্বীকৃতি পেয়েছে। আমি কথা দিয়েছিলাম, ঘরে ঘরে বিদ্যুৎ দেব। গত দুই মাস পুর্বে সেটিও পরিপুর্ণ করেছি। কথা দিয়ে ছিলাম ফায়ার স্টেশনসহ ৫০ শয্যার হাসপাতাল হবে সেটিও পূর্ণতা পেয়েছে। আমার পরিকল্পনা আছে, আগামি দুই বছরের মধ্যে পৌর সভার আদলে বাঘাকে মিনি শহরে রূপান্তরিত করবো।

শাহরিয়ার আলম বলেন, এখন সময় এসছে জবাব দেয়ার। আমরা দুর্নীতি এবং জঙ্গীমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এ জন্য যদি কোন বাধা আসে তা প্রতিহত করা হবে। বিএনপি-জামায়াত নির্বাচন নিয়ে চক্রান্ত করছে। আর তাদের সাথে যোগ হয়েছে ড. কামাল, সুলতান মাহামুদ এবং কাদেরসহ আরো অনেক গুন্ডা বাহিনী। এতে কোন লাভ হবেনা। কারণ এখন বাংলাদেশ আওয়ামীলীগে তৃণমূলের রাজনীতি অনেক শক্তিশালী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা পৌর সভার সাবেক মেয়র আক্কাছ আলী, জেলা আ’লীগের সদস্য আমানুল হাসান দুদু, রোকনুজ্জামান রিন্টু, জাসদ রাজশাহী জেলা’র সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি, ওয়ার্কাস পার্টির বাঘা উপজেলা সভাপতি ফরজ আলী, রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজ সরকার, বাঘা উপজেলা জাপা সভাপতি মহিদুল ইসলাম ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বিপাশা খাতুন।

উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহসভাপতি আজিজুল আলম, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, আড়ানী পৌর আ.লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, আবদুল মতি, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, অধ্যক্ষ নছিম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, মুনজুরুল হক মনি, আনাম শাহরিয়ার, বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, মহিলা আ’লীগের সভাপতি ফাতেমা মাসুদ লতা প্রমুখ।

স/শা