বাঘায় শিয়ালের কামড়ে ৫ জন আহত


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার শিয়ালের কামড়ে ৫ জন গ্রামবাসী আহত হয়েছেন। উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামে রবিবার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনা ঘটে। শিয়ালের কামড়ে আহত ব্যক্তিরা বাঘা ৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে জলাতঙ্কের চিকিৎসা নিয়েছেন।

শিয়ালের এই উৎপাত সুলতানপুর গ্রামে এখন আতঙ্ক বিরাজ করছে। শিয়ালের কামুড়ের ভয়ে স্কুলে যেতে পারছেনা শিক্ষার্থীরা। এজন্য বাধ্য হয়ে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে পাহারায় নেমেছেন।

গ্রাম বাসিরা জানান, রবিবার সন্ধ্যায় হঠাৎ করেই প্রায় ১৫ থেকে ২০ টি শিয়াল গ্রামবাসীর ওপর আক্রমশ করে। সোমবার ২০জুন বিকাল পযর্ন্ত শিয়ালগুলো আক্রমণ চালিয়ে ছাগলসহ অন্তত ৫ জন গ্রামবাসীকে কামড়ে আহত করেছে। আহতরা হলেন-সুলতানপুর গ্রামের বর্ষা খাতুন (২০), মোক্তার আলী (৬৫), বুলবুলু বেগম (৫০), আরজিত আলী(৫৫)।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে বিদুৎ চলে গেলে বাড়ির বাহিরে বের হলে শিয়াল তাদের কামড় দেয়। অপরদিকে সোমবার বিকালে খালেক সরদার ও তার একটি ছাগলকে কামড়ে আহত করেছে। সন্ধ্যায় শিয়ালগুলো লোকালয়ে চলে আসে। গ্রামের লোকজনের লাঠিসোটা নিয়ে তাড়া করলে পালিয়ে যায়।

বাঘা হাসপাতালের কর্মরত আবাসিক চিকিৎসক ডা. রাকিব হাসান জানান, শিয়ালের কামড়ে সুলতান গ্রামের ৪ জন বাসিন্দা শিয়ালের কামড় খেয়ে হাসপাতালে এসেছিলেন। তাঁদের সবাইকে ভ্যাকসিনসহ অন্যান্য ওষুধ দেওয়া হয়েছে।

এ বিষয়ে গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, খোঁজ নিয়ে জেনেছি, কিছু শিয়াল সুলতানপুর গ্রামের লোজনকে কামড় দিয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এস/আই