বাঘায় শিশু সুরক্ষা ও নারী নির্যাতন বিষয়ে সভা

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় শিশু সুরক্ষা, নারী নির্যাতন ও ন্যায় বিচার প্রাপ্তির জন্য আইনী সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় সিডিডি’র সহযোগিতায় স্থানীয় বেসরকারী সংগঠন সমতা নারী কল্যাণ সংস্থা এই সভার আয়োজন করে।

সমতা নারী কল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে নির্বাহী পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন বাঘা থানার ওসি নজরুল ইসলাম, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

আয়োজিত সভায় শিশু সুরক্ষা, নারী নির্যাতন, বাল্য বিয়ে এবং প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের বিষয় নিয়ে আলোকপাত করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সংগঠন, সুশীল সমাজের নেত্রীবৃন্দ, ইমাম, শিক্ষক ও স্থানীয় সুধীজন।

 

স/শা