বাঘায় মেধা অন্বেষণ প্রতিযোগিতায় পুরস্কার পেল সাংবাদিক কন্যা

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে সাংবাদিক কন্যা রিফা তাসফিয়া তাহসিন অবণী। মঙ্গলবার সকাল ১১টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ পরুস্কার গ্রহণ করেন সে।

অবণী দৈনিক যুগান্তর’র বাঘা প্রতিনিধি সাংবাদিক আমানুল হক আমানের মেয়ে। প্রতিযোগিতায় অবণীসহ উপজেলার ৫২ জন শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করে।

অবণী বাঘা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে আড়ানী সরকারি মনোমোহীনি উচ্চ বিদ্যালয় থেকে অংশ গ্রহণ করে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল ইসলাম, শাহ্দৌল্লা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক, বাঘা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল গফুর মিঞা, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, ভারপ্রাপ্ত মৎস্য অফিসার আমিরুল ইসলাম প্রমুখ।

স/শা