শনিবার , ১৯ মে ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় মূরলী বাঘ আটক

Paris
মে ১৯, ২০১৮ ৪:১৮ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় একটি মূরলী বাঘ আটক করা হয়েছে। শনিবার দুপুরে মীরগঞ্জ বাজার এলাকা থেকে এই মূরলী বাঘ আটক করা হয়।

জানা যায়, বাঘা উপজেলার মীরগঞ্জ বাজারের রেজাউল হোসেনের ভাই-বোন নামের লাইব্রেরীতে ঢুকে একটি মূরলী বাঘ। এই সময় এলাকার লোকজন আটক করে। পরে উপজেলা বন বিভাগের কর্মকর্তার সাথে যোগাযোগ করলে সেখানে কোন কর্মকর্তা উপস্থিত হয়নি। ফলে মূরলী বাঘটি আটক করে এলাকার লোকজন বেকায়দায় পড়েছে। বর্তমানে মীরগঞ্জের হেলালপুর গ্রামের দোয়েল হোসেনের আওতায় মূরলী বাঘটি রাখা হয়েছে।

মীরগঞ্জের হেলালপুর গ্রামের দোয়েল হোসেন বলেন, মূরলী বাঘটি আটক করে উপজেলা বন বিভাগের অফিসে নিয়ে যায়। সেখানে অফিস বন্ধ পাওয়া যায়। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তারা আসেনি। তবে এটিকে এলাকার কেউ বলছেন মূরলী বাঘ, আবার কেউ বলছেন বন বিড়াল। কেউ সঠিকভাবে চিহ্নিত করতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে মূরলী বাঘ।

বাঘা উপজেলা বন বিভাগে কর্মকর্তা সুব্রত দাস বলেন, আজকে ছুটির দিনের জন্য অফিসে যাওয়া হয়নি। তবে যারা আটক করেছে, তাদের কথা অনুয়ায়ী ধারণা করা হচ্ছে এটি একটি বন বিড়াল। এটিকে নিরালয় এলাকায় ছেড়ে দেয়ার জন্য বলা হয়েছে।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর