বৃহস্পতিবার , ৬ মে ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় মিমি’র মেডিকেলে ভর্তির দায়িত্ব নিলেন ইউএনও

Paris
মে ৬, ২০২১ ৯:৩৬ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় দরিদ্র মেধাবী ছাত্রী মিমির মেডিকেলে ভর্তির দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা। ২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৩৫১২ তম হয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইলে অধ্যায়নের জন্য সুযোগ পায় উপজেলার আরাজী চাঁদপুর গ্রামের ইশরাত জাহান মিমি। তার পিতার নাম গোলাম মোস্তফা।

মেডিকেলে সুযোগ পাওয়ার পরে, অর্থের অভাবে ভর্তি নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন দরিদ্র পরিবারের মেয়ে ইশরাত জাহান মিমি। স্থানীয় মাধ্যমে বিষয়টি জানার পর তার ভর্তির দায়িত্বভার গ্রহন করেন উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা।

বৃহস্পতিবার (৬ মে) ইশরাত জাহান মিমিকে ডেকে তার ভর্তির বিষয়ে দুশ্চিন্তা না করার কথা জানিয়ে বলেন, তোমার ভর্তির দায়িত্ব আমি নিলাম। মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান নির্বাহি অফিসার।

উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা বলেন, মিমির ভর্তির সমস্ত টাকা আমি উপজেলা নিবাহি কর্মকর্তা, সহকারি কমিশনার (ভুমি) কামাল হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ্ সুলতান যৌথভাবে তাকে আর্থিক সহযোগিতা করা হবে।

সর্বশেষ - রাজশাহীর খবর