বাঘায় মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্তকর্তা শফিউল্লাহ সুলতান, প্রাণিসম্পদ কর্মকর্তা রোকুনুজ্জআমান , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাখায়াত হোসেন, বিজিবি কমান্ডার আব্দুর রশিদ, নৌ পুলিশের সহকারি পরিদর্শক সাইদুর রহমান, মৎস্যজীবী সমিতি সভাপতি নূর মোহাম্মদ প্রমুখ।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদুল ইসলাম বলেন, সারা দেশের ন্যায় বাঘা উপজেলার পদ্মা নদীর ২৮ কিলোমিটার এলাকায় ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। সেই সাথে ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হবে। তবে নিষিদ্ধকালে মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যহত থাকবে ।

জি/আর