বাঘায় মাছের পোনা অবমুক্ত


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় মৎস্য দপ্তরের রাজস্ব বাজেটের ২০২১-২০২২ অর্থ বছরে ২৮৭ কেজি মাছের পোন অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর পুকুর, বাঘা মাজার শরীফের দিঘীয়, মোজাহার আলী মহিলা কলেজের পুকুর, মহদিপুর গুচ্ছ গ্রামের পুকুর, আড়ানী নুরনগর আবাসন প্রকল্পেরসহ ৬টি পুকুর রুই, কাতলা, মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আসলাম আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার প্রমুখ।

স/আর