বাঘায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

বাঘা  প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পৃথকভাবে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক বিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাঘা ও আড়ানীতে পৃথকভাবে পতাকা উত্তোলন, বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

মঙ্গলবার (১ মে) সকালে আড়ানী শাখার বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন, বাঘা ট্রাক-ট্যাংকলরী-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, বাঘা সিএনজি শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি’র উপহার দেয়া লাল গেঞ্জি গায়ে পরে শতশত শ্রমিকরা পৃথক র‌্যালিতে অংশ গ্রহণ করে।

পৃথকভাবে র‌্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শিক্ষক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ রোবন, সিরাজুল ইসলাম মুন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, ওয়াহেদ সাদেক কবির, আবদুল কুদ্দুস সরকার, মাসুদ রানা তিলু, কামাল হোসেন, শ্রমিক নেতা মহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আবু রায়হান, রবিউল ইসলাম, শিপন আহম্মেদ, সোহেল রানা প্রমুথ।
পরে মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

 

স/আ