বাঘায় বিশ্ব জনসংখ্যা দিবসে বাল্য বিয়ে বন্ধের আহবান

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় বিশ্ব জনসংখ্যা দিবসে ‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’ প্রতিবাদ্য নিয়ে বুধবার সকালে বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়। তবে এবার দিবসটি পালন করতে এসে বাল্যবিয়ে প্রতিরোধের জন্য বিশেষভাবে আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ।

সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফিউন নাহার, বাঘা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহায়েদ সাদিক কবির, বাঘা থানা অফিসার ইনচার্জ রেজাউল হাসান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম, ডা. শাহীন আলম, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সুখি সমৃদ্ধ জীবন গড়তে ছোট পরিবারের কোন বিকল্প নাই। মানুষের মৌলিক যতগুলো অধিকার রয়েছে তার মধ্যে পরিকল্পিত পরিবার একটি। বক্তারা জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে বাল্য বিয়ে বন্ধ করাসহ মাদক নির্মূলের বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

স/শা