বাঘায় প্রযুক্তি নির্ভর পাট উৎপাদনে কৃষকদের প্রশিক্ষন কর্মশালা


বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় বাঘা উপজেলা হলরুমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।

প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের উপ-সচিব মোহা: জসিম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু। বিএডিসি রাজশাহীর উপ-পরিচালক মোহা: আব্দুর রহমান, জেলা পাট উন্নয়ন অফিসার অজিত কুমার রায়।

স/জে