বাঘায় পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে একটি পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ যুবক মৃত্যুর পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করেন।

জানা যায়, বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে পেট্রোলের দোকানের মালিক মনির হোসেন মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে ড্রাম খুলে পেট্রোল আলাদা করতে থাকেন। এ সময় আকস্মিকভাবে আগুন ধরে যায়। এ ঘটনায় চেয়ারম্যান, ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ, সাংবাদিকসহ ৪০ জন আহত হয়। এর মধ্যে দগ্ধ অবস্থায় ১০ জনকে রাজশাহী মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। আগুনে দগ্ধ চিকিৎসাধীন অবস্থায় মনিগ্রাম বাজারের পান্না হোসেন, রবিউল ইসলাম রবি, শফিকুল ইসলামসহ ৩ জনের ৩০ মার্চ মৃত্যু হয়। এরা সবাই দিনমুজুর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, আগুনে দগ্ধ ৩ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছেন।