বাঘায় পল্লী চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পল্লী চিকিৎসকদের নিয়ে ‘বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড’ এর আয়োজনে স্বাস্থ্য ও ঔষধের গুণাগুণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পল্লি চিকিৎসক গোলাম মোস্তফার সভাপতিত্বে বুধবার সকাল ১১ টায় মনিগ্রাম বাজারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর বিভিন্ন ঔষধের উপাদান, নির্দেশনা, প্রতিনির্দেশনা, মাত্রা ও ব্যবহার বিধি, সতর্কতা, পূর্ব সতর্কতা, পার্শ্ব প্রতিকিয়া, গুণাগুণ ও কার্য্যকারিতা নিয়ে বক্তব্য রাখেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর রুলাল মেডিকেল সার্ভিস অফিসার এম এম রায়হান, রাজশাহী এ্যাসিসট্যান্ড সেলস্ ম্যানেজার মোসতাক মোরশেদ, রাজশাহী সিনিয়র এরিয়া ম্যানেজার এস.এম শওকত হোসেন এবং মেডিকেল ইনফর্মেশন অফিসার সাঈদ আকতার জুয়েল।

এ সময় পল্লী চিকিৎসদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ দুলাল হোসেন, ডাঃ গোলাম পাঞ্জাতন, ডাঃ গোলাম মোস্তফা, ডাঃ আব্দুল মালেক, ডাঃ গাজিউর রহমান মানিক, ডাঃ সেলিম আহম্মেদ ভান্ডারী, ডাঃ শ্রী নিত্য সরকার, প্রফেসর আকবর আলী, রিপন আলী, বজলুল করিম সরকার, আমিনুল ইসলাম, রায়হানুজ্জামান প্রিন্সসহ ৩০ জন চিকিৎসক উপস্থিত ছিলেন।
স/শ