বাঘায় পদ্মার চরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় পদ্মার চরে সরিষার হলুদ ফুলে সমারোহ হয়ে উঠেছে। চলতি বছরে চাষিরা আগাম জাতের সরিষা চাষ করেছেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন আশা করছেন চরের চাষিরা। পদ্মার বুকে জেগে উঠা বিশাল চরের মাঠ জুড়ে সরিষার চাষ করে রীতিমতো বিপ্লব ঘটেছে। সরিষা চাষিদের মনে নতুন করে আশা সঞ্চার হচ্ছে।

বাঘার পদ্মার চকরাজাপুর চরের সরিষা চাষি ফজলুর রহমান বলেন, ‘আমি চলতি মৌসুমে ৫ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। সরিষার চারা ভালো আছে। এ আবাদে সেচ, সার ও কীটনাশক কম লাগে। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে বাম্পার ফলন হবে।’

বাঘা উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সামিমুল ইসলাম বলেন, উপজেলার বিস্তীর্ণ পদ্মার চরাঞ্চলে পলি জমে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। ফলে এখানে ব্যাপক সরিষার চাষ হয়। পদ্মার চরে ১ হাজার ২৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এবার সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে হেক্টর প্রতি ৯ মে. টন।

স/শা