বাঘায় নিরাপদ আম উৎপাদন ও সংরক্ষন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ আম উৎপাদন ও সংরক্ষন বিষয়ে মঙ্গলবার সকালে কৃষকদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান। প্রধান অতথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।

উল্লখ্য, বিগত কয়েক বছর থেকে বাঘা উপজেলার আম দেশের গন্ডি পেরিয়ে আর্ন্তজাতিক বাজারে রপ্তানী করা হচ্ছে। বিভিন্ন কম্পানী এই আম বিদেশে রপ্তানী করছেন। রাজশাহীর ৯টি উপজেলার মধ্যে বাঘায় তার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে।