বাঘায় নাশকতা মামলায় গ্রেফতার ৩

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় নাশকতা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার বাজিতপুর গ্রামের তুয়াব আলীর ছেলে রবিউল ইসলাম, জোতরাঘব গ্রামের আহম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম,বারখাদিয়া গ্রামের সামাদ সরকারের ছেলে টিপু সরকার।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে বাঘা মাজার এলাকায় নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক করছিলো আটককৃতরা। এ সময় উপজেলা যুবদল আহবায়ক সালেহ আহম্মেদ সালামকে তিনটি তাজা ককটেলসহ আটক করা হয়। আটককৃতরা ওই সময় পালিয়ে যায়।

অপর দিকে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রফিকুল ইসলাম বাবু নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার আড়ানী রেল ষ্টেশন থেকে আটক করা হয়। বাবু আড়ানী মাষ্টারপাড়া গ্রামের মৃত রজিম উদ্দিনের ছেলে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান জানান, নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এছাড়াও এর সাথে আরো যারা জড়িত রয়েছে, তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তবে আটককৃতদের সোমবার সকালে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তাদের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।
স/শ