বাঘায় নকলের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

বাঘ প্রতিনিধি:
হিসাববিজ্ঞান পরীক্ষায় নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজশাহীর বাঘায় কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় তাকে বহিস্কার করা হয়।
কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আহাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাঘা ইসালামী একাডেমি কেন্দ্রের ফাজিল মাদ্রাসার কেন্দ্রে কারিগরি শিক্ষাবোর্ডের হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলছিলো। পরীক্ষা চলাকালে নকল করছিলো ওই শিক্ষার্থী।

কেন্দ্র সচিব আবদুল কাদের বলেন, শিক্ষার্থীর বডি চার্জ করে অবৈধ কিছু কাগজ পাওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে। চলতি বছরের কোন পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না।

 

স/আ