বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০১৭ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় দুই লাখ টাকার জাল ও মাছ জব্দ

Paris
অক্টোবর ১২, ২০১৭ ৭:৪৭ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে দুই লাখ টাকার জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জালগুলো জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে এবং মাছগুলো সরেরহাট কল্যাণী শিশু সদন ও মহিলা এতিম খানার দেওয়া হয়েছে।

উপজেলার কিশোরপুর গ্রামের শফি মোল্লার ছেলে জালাল মোল্লার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা দুই হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম ও বাঘা থানার পুলিশসহ একটি বিশেষ দল পদ্মা নদীর মীরগঞ্জ, আলাইপুর, চকরাজাপুর, লক্ষীনগর, চৌমাদিয়া, দিয়াড়কাদিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই লাখ টাকা মূল্যের ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

এছাড়াও নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে মাছ শিকার করার অপরাধে জালাল মোল্লাকে আটক করে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর