বাঘায় দুইদিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় দুইদিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৩টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ফিটা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন।

মেলার উদ্বোধন শেষে উপজেলা চত্বরে বটমুলে আলোচনা সভা অনুষ্টিত হয়। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। উপজেলা সমবায় ও পল্লী উন্নয়ন অফিসার এমরান হোসেনের সঞ্চাালনায় বক্তব্য রাখেন উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা সহকারি কমিসনার (ভূমি) মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাদে আহমেদ, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান প্রমুখ।

এ মেয়ায় ৩০টি স্টল বসানো হয়েছে। উপজেলার সকল নিজ নিজ দপ্তর থেকে যে সমন্ত সেবা দেওয়া হয়। সে লক্ষে মেলায় আসা দর্শার্থীদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া সন্ধ্যায় উপজেলা চত্বরে বটমুল মঞ্চে চ্যানেল আই এর সেরা কন্ঠের শিল্পী শান্তনা গান পরিবশেন করবেন। এর আড়ে কবিনা আবৃতি প্রতিযোগিতা অনুষ্টিত হয়।