বাঘায় দশম শ্রেণির স্কুল ছাত্র নিখোঁজ, ভ্যান উদ্ধার

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় সাব্বির হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের দুইদিনেও সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৪টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত ব্যাটারি বিহীন ভ্যানটি উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সাব্বির হোসেন উপজেলা বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও আড়পাড়া গ্রামের হায়দার আলী ছেলে।

জানা গেছে, রোববার (৩০ অক্টোবর) স্কুলের পরে বিকেল ৪ টার দিকে পিতার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাড়ি ফিরে না আসায় বিভিন্নস্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে রাত সাড়ে ১১ টায় সাব্বিরের চাচা শরিফুল ইসলাম বাদি হয়ে বাঘা থানা একটি সাধারণ ডাইরী করেন।

তবে বিভিন্নস্থানে খুঁজাখুজির এক পর্যয়ে সোমবার দুপুর আড়াই টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকার চারঘাট-ঈশ্বরর্দী সড়কের পাশে একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারি বিহীন ভ্যানটি পাওয়া গেলেও তার সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে নিখোঁজ সাব্বির হোসেনের চাচা শরিফুল ইসলাম বলেন, আমার ভাই একজন সাধারণ মানুষ। ভ্যান চালিয়ে সংসার চালায়। কোন কোন সময় ভাতিজা আশেপাশে একটু আধটু ভাড়া মারে। স্কুল থেকে আসার পর ভাড়া মারার উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারিবিহীন ভ্যানটি পাওয়া গেলেও তার সন্ধান পাওয়া যায়নি।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে ডাইরী পাওয়ার পর থেকে নিখোঁজ স্কুল ছাত্রের খোঁজে পুলিশ তৎপর রয়েছে।

জি/আর