বাঘায় জামায়াত নেতাসহ গ্রেফতার ৪

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলায় জামায়াতের দুই নেতাসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ১ সেপ্টেম্বর বাঘা থানায় নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে পুলিশ বাদি হয়ে দায়েরকৃত মামলায় বাউসা ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মুজিবর রহমান (৪৮) এবং দলের আরেক নেতা আড়ানী রুস্তমপুর ভারতীপাড়া গ্রামের মৃত ইমাজ উদ্দীনের ছেলে মমতাজ উদ্দীনকে (৫৬) গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার আড়ানী চকসিংগা গ্রামের এছার উদ্দীনের ছেলে মাজেদুর রহমান (৩০) ও লালপুর উপজেলার মোমিনপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে সুরুজ হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাজেদুর রহমান ও সুরুজ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে এবং জামায়াতের দুই নেতাকেসহ আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী।

স/অ