বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকের সাথে মতবিনিময়


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার সাহাদুল ইসলাম। মতবিনিময় সভায় সপ্তাহের কর্মসূচী উপস্থাপনা করেন উপজেলা মৎস্য অফিসার সাহাদুল ইসলাম।

মৎস্য সপ্তাহের কর্মসূচীর দ্বিতীয় দিনে র‌্যালি, উদ্বোধনী অনুষ্টান, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তকরণ, সেক্টর বর্তমানে অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র। তৃতীয় দিনে মৎস্যচাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়। চতুর্থ দিনে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট। পঞ্চম দিনে মৎস্যচাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা। ৬ষ্ট দিনে সুফলভোগীদের মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ। সপ্তম দিনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ে কর্মকর্তার সাথে মতবিনিময় সভা।

উল্লেখ্য, উপজেলায় মোট পুকুরের সংখ্যা ৪ হাজার ৩২টি, ব্যক্তি মালিকাধীণ পুকুর ৩ হাজার ৯৮৪টি। সরকারি পুকুর ৪৮টি। পদ্মা নদী ২৬ কিলোমিটার এলাকায় ২ হাজার ৩৬০ হেক্টর। বড়াল নদ ৫ কিলোমিটার একালার আয়তন ৪০ হেক্টর। নিবন্ধকৃত জেলে ১ হাজার ৩০৫ জন। মৎস্য চাষি ৭২০। মৎস্যজীবি সমবায় সমিতি ৭টি। উপজেলায় ১৮৫ বর্গ কিলোমিটার এলাকায় দুটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ১ লক্ষ ৮৪ হাজার ১৮৩ জন জনসংখ্যার বছরে মাছের চাহিদা ৩ হাজার ৯৮০ মেট্রিকটন। উৎপাদন হয় ৪ হাজার ১০০ মোট্রকটন। উদ্বৃত্ত ৪০ মেট্রিকটন।

মৎস্য সপ্তাহ উপলক্ষে সভায় বাঘা প্রেস ক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

এস/আই