মঙ্গলবার , ২ মার্চ ২০২১ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় জাতীয় ভোটার দিবস পালন

Paris
মার্চ ২, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ


বাঘা প্রতিনিধি:রাজশাহীর বাঘায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাচন অফিসের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নবযোগদানকারী নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু।

উপজেলা নির্বাচন অফিসার মজিবুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক ও অধ্যক্ষ নছিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবীর, চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল আযম, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা সিরাজুল ইসলাম মন্টু, মাসুদ রানা তিলু, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, যুগ্ম সম্পাদক আমানুল হক আমান, লালন উদ্দিন, ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা এবিএম সানোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, রিজিয়া আজিজ সরকারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষক। পরে নতুন ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া হয়।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে পাপিয়া সুলতানা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করেন। পাপিয়া সুলতানা ৩১ তম বিএসের একজন কর্মকর্তা। তিনি বিভিন্নস্থানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে মঙ্গলবার বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

স/জে

সর্বশেষ - রাজশাহীর খবর