বাঘায় চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকালে বিদ্যালয়ের চারতলা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

শিক্ষা অধিদপ্তর কর্তৃক চারতলা নতুন ভবনের এক তলার নির্মাণ কাজের ব্যয়ে ধরা হয়েছে ৮৫ লাখ টাকা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কেতাব উদ্দিন ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী উজ্জল রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবার রহমান, রাজশাহীর প্রিজন এন্টারপ্রাইজের ঠিকাদার একেএম আসাদ, সহকারী শিক্ষক মাসুদ রানা, ম্যানেজিং কমিটির সদস্য গাজিউর রহমান, মনোতষ চন্দ্র সরকার প্রমুখ।

 

এস/এ