বাঘায় গ্রাম ডাক্তারের স্বাস্থ্য বিষয়ক সেমিনার

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় গ্রাম ডাক্তারের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ‘দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড’ এর আয়োজনে মনিগ্রাম বাজারের স্বাস্থ্য ও ঔষধের গুণাগুণ বিষয়ক এ সেমিনার অনুষ্ঠি হয়।

আয়োজিত সেমিনারে সভাপতিত্ব বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির বাঘা উপজেলা কমিটির সভাপতি নূরুজজামান মাইজ ভান্ডারী।

উপস্থিত ছিলেন রাজশাহী এরিয়া ম্যানেজার নাহিদ সিদ্দিক, একমি’র এসপিআর এনামুল হক, জুনিয়র ফিল্ড অফিসার দীপক কুমার সরকার, দুলাল হোসেন ভান্ডারী, বজলুর রহমান, গোলাম মোস্তফা, আব্দুল মালেক, গাজিউর রহমান মানিক, নিত্য সরকার, প্রফেসর আকবর আলী, রিপন আলী, বজলুল করিম সরকার, আমিনুল ইসলাম, রায়হানুজ্জামান প্রিন্স, সেলিম আহম্মেদ ভান্ডারী প্রমুখ।

সেমিনারে একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর বিভিন্ন ঔষধের উপাদান, নির্দেশনা, প্রতিনির্দেশনা, মাত্রা ও ব্যবহার বিধি, সতর্কতা, পূর্ব সতর্কতা, পার্শ্ব প্রতিকিয়া, গুণাগুণ ও কার্য্যকারিতা প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শনী করা হয়।

স/অ