বাঘায় ক্লিনিকে প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনরাসহ এলাকাবাসী, ক্লিনিক বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাঘায় সিজারিয়ানের সময় এক প্রসূতির মৃত্যু হয়েছে। এতে ওই প্রসূতির স্বজনরাসহ এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ক্লিনিকের সামনে আসলে ক্লিনিকটি বন্ধ করে দেয়া হয়। শনিবার সকাল সাড়ে ৯টায় পেটে ব্যাথা নিয়ে জননী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গেলে কোনো পরীক্ষা ছাড়াই অপারেশন করায় প্রসূতির মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের। তবে সিজারিয়ানের পর শিশুটি জীবিত আছে।

মৃত প্রসূতি বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সবেরহাট ব্যাংগাড়ি গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।

প্রসূতির সিজারিয়ান করেন ওই ক্লিনিকের ডাক্তার আক্তারুজ্জামান ও তার স্ত্রী ডাক্তার কান্তা আকতারী।

জানা যায়, শনিবার সকালে পেটে ব্যাথা নিয়ে জননী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রসূতি নিয়ে যাওয়া হয়। পরে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। এতে শিশু জীবিত থাকলেও প্রসূতি মা মারা যায়। এঘটনায় মৃতের স্বজনরা বিক্ষুব্ধ হলে ক্লিনিকটি বন্ধ করে দেয়া হয়।

মৃতের স্বামী অভিযোগ করে বলেন, কোনো ধরণের পরীক্ষা ছাড়াই অপারেশন করায় আমার স্ত্রী মারা গেছে। তবে ডাক্তার আক্তারুজ্জামান বলছেন, সিজারের সময় হার্ট স্ট্রোক করায় প্রসূতি মারা যান।

এবিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলী জানান, এবিষয়ে কেউ কোনো অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

স/শা