বাঘায় একদিনে তিনটি বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় একদিনে তিনটি বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের প্রস্তুতিকালে পৃথকভাবে কনের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়।

জানা যায়, বাঘা উপজেলার মনিগ্রাম দক্ষিণ পাড়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে রুকাইয়া ইয়াসমিন, আটঘরিয়া গ্রামের রুজদার আলীর মেয়ে বৃষ্টি খাতুন, মালিয়ানদহ-কিশোরপুর গ্রামের মহিদুল ইসলামের মেয়ে এ্যানি খাতুন। তারা তিনজনই নিজ নিজ এলাকার স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তবে তাদের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে। তাদের নিজ নিজ বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল। এই সময় গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা অভিযান চালিয়ে কনে ও তার মা-সহ নিকট আত্মীয় স্বজনদের আটক করে।

পরে তাদের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবেনা মর্মে মুচলেকা নিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা এই বাল্য বিয়ে বন্ধের বিষয়ে নিশ্চিত করেন।
স/শ