বাঘায় ইউএনও’র মাইকিং করে দোকান বন্ধ ঘোষণা


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রতিরোধে দ্বিতীয় ধাপে আবারও এক সপ্তাহের জন্য রাজশাহীর বাঘা উপজেলার সকল দোকান ও হাট বাজার বন্ধ ঘোষনা করা হয়েছে। এই মর্মে রমজানের প্রথম দিন বুধবার(এপ্রিল) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা নিজেই বিভিন্ন বাজার এলাকায় মাইকিং করেন।

করোনা ভাইরাস মোকাবেলায় ১৪ এপ্রিল থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য উপজেলার সকল দোকানপাট ও হাট বাজার বন্ধ রাখার আদেশ জারি করা হয়েছে। পাশাপাশি সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে এলাকায় মাইকিং করা হচ্ছে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, করোনা ভাইরাসরে কারণে গণজমায়েত এড়াতে এক সপ্তাহের জন্য হাট বাজার বন্ধ থাকবে। একই সাথে খাবার হোটেল, শপিংমল বন্ধ থাকবে। তবে মুদি দোকান, কাঁচা বাজার এবং ওষুধের দোকান খোলা থাকবে। পাশাপাশি সীমিত সময়ের জন্য ব্যাংক খোলা থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার পর থেকে এলাকার বাজারগুলো কিছুটা জনশুন্য হয়ে গেছে। তবে এরমধ্যে কেউ কেউ বিশেষ কাজে বাজারে দেখা যাচ্ছে।

স/জে