বাঘায় আ.লীগের নির্বাচনী অফিস পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় আ.লীগের নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে এ অফিস পুড়িয়ে দেয়া হয়।

জানা যায়, বেড়েরবাড়ি গ্রামের আলাউদ্দিনের মোড়ের নির্বাচনী অফিসের মধ্যে শনিবার সন্ধ্যায় আ.লীগের দুই সমর্থক রবিউল ইসলাম ও আলিমুদ্দিনের মধ্যে চেয়ারে বসা নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় তারা উত্তপ্ত হয়ে উঠে। একপর্যায়ে স্থানীয়রা তাদের মধ্যে বিষয়টি নিয়ে তাৎক্ষনিক মিমাংসা করে দেন। পরে রাতে কে বা কারা অফিসটি পুড়িয়ে দেয়।

এ বিষয়ে ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক আলম হোসেন অভিযোগ করে বলেন, আলিমুদ্দিন বিএনপির কিছু সমর্থকদের সাথে হাত মিলিয়ে নির্বাচনী অফিসটি গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।তবে এ বিষয়ে ওই ওয়ার্ডের বিএনপির নেতা জিয়াউল হোসেন বলেন, তদের নিজেদের দ্বন্দ্ব আমাদের উপর চাপানোর চেষ্টা করছে।

আড়ানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। রাতের আধারে কে বা কারা নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নিব।

স/শা