বাঘায় আমের ক্যারেটে ২৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ১

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় আমের ক্যারেট থেকে ২৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। রোববার রাত সোয়া ৯টার দিকে বাঘা পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা থেকে ফেন্সিডিলসহ সুজন আলী (২৫) নামের এক জনকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তির নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সোমবার (২৩ জুলাই) সকালে আদারতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাঘা থানা সূত্রে জানা যায়, বাঘা বাস স্ট্যান্ডে থেকে ঢাকা গামি আলট্রা মর্ডাণ বাসে লোড করা হচ্ছিল আম বোঝাই ক্যারেট। এ সময় এক কুলির চোখে পড়ে আমের ভেতরে ফেন্সিডিল। ক্যারেটগুলো সাইটে রেখে পুলিশে খবর দেয়া হয়। পরে ১০টি ক্যারেটের মধ্যে থেকে ২৬১ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ ফেন্সিডিলের মালিক উপজেলার হরিরামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন আলী। তাকে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বাঘা থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান রেজা।

স/অ