বাঘায় আগুনে দু’টি বসতবাড়ি ভস্মীভূত

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পৃথক দুইটি গ্রামের দুটি বসতবাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। এসময় বাড়িতে থাকা গরু-ছাগলসহ আসবাবপত্রও পুড়ে যায়। এতে একটি বাড়ির তিনটি ছাগল মারা যায় ও একটি গরু ঝলসে যায়।

শুক্রবার রাত ১০ ও ১১টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর নতুনপাড়া গ্রামে ও গাওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর নতুনপাড়া গ্রামের জিয়াউর রহমান রাতের খাবার খেয়ে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার রাত ১১টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তিনি। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে থাকেন। ততক্ষণে গোয়ালে থাকা তিনটি ছাগল পুড়ে মারা যায়। এছাড়া  একটি গরু ঝলসে যায়।

আগুনে ঝলসে যাওয়া গরু

এছাড়া তিনটি ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ঘরে কিভাবে আগুন ধরেছে এ বিষয়ে জানাতে পারেননি বাড়ির মালিক। তিনি ধারণা করছেন, কেউ শত্রুতা করে  এটি করেছে।

অন্যদিকে উপজেলা সদরের গাওপাড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে এদিন রাত ১০টার দিকে আগুনে লাগে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। কিভাবে আগুন লাগে এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি। তার দাবি, কেউ শত্রুতা করে আগুন ধরিয়ে দিয়েছে।

স/শা