বাঘার পদ্মা নদী থেকে দুই লাখ টাকার কারেন্ট জাল আটক

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত জালের মূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে নিশ্চিত করেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা সলিমুল্লাহ ও বাঘা থানার পুলিশ যৌথভাবে চকরাজাপুর ও আতারপাড়া পদ্মা এলাকায় অভিযান পরিচলানা করে। এ অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। যার মুল্য প্রায় দুই লক্ষ টাকা। পরে আটককৃত জালগুলো জনম্মুখে পড়িয়ে দেয়া হয়।

উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, পদ্মা নদীতে মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ দেয়ার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘা থানার পুলিশকে সঙ্গে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

স/অ