বাঘার পদ্মায় অতিদ্রুত বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

বাঘা প্রতিনিধি:
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, পদ্মার পাড়েরর মানুষের দুঃখের কথা জেনেই আমি এখানে এসেছি। ইতিমধ্যে ভাঙ্গনের বিষয়ে সকল ফাইল দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছি। বাঁধ নির্মাণ করা হলে পদ্মার পাড়ের মানুষ আর আতংকে থাকবেনা। এ বিষয়ে অতিদ্রুত বাঁধ নির্মাণের সকল ব্যবস্থা করা হবে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহামুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পশ্চিম অঞ্চল রাজশাহীর প্রধান প্রকৌশলী মহম্মদ আলী, তত্বাবধায়ক সার্কেল রাজশাহীর প্রকৌশলী আমিরুল হক ভূঞা, নির্বাহী প্রকৌশলী সৈয়দ শহিদুল আলম, সহকারী প্রকৌশলী মাহামুদুল হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী আসিফ আহম্মেদ, বাঘা উপজেলা চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিনী লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা প্রকৌশলী রতন কুমার ফোজদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউনিয়নের আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেরাজুল ইসলাম সরকার।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক উপজেলার আলাইপুর, পাকুড়িয়া, পানিকুমড়া, মালিয়ানদহ পদ্মার ভাঙন এলাকা দেখেন।

স/অ