শনিবার , ১২ মে ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘার আম ইউরোপীয় দেশে রপ্তানির প্রস্তুতি

Paris
মে ১২, ২০১৮ ৪:৫৩ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আম হটেক্স ফাউন্ডেশন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর যৌথ আয়োজনে বিশ্ব খাদ্য সংন্থার মাধ্যমে ইউরোপীয় দেশে রপ্তানির প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রালয় ও হটেক্স ফাউন্ডেশনের একটি টিম আম বাগান পরিদর্শন করেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আগামী ২০ মে এর পর থকে হিমসাগর জাতের পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে। আম রফতানির জন্য উপজেলার ৪০ জন চাষিকে প্রশিক্ষণের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে। উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে লিড ফার্মারদের বাগানে উৎপাদিত ও ক্ষতিকর রাসায়নিকমুক্ত প্রতিটি ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের আম ঢাকায় বিএসটিআই ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এই আম পাঠানো হবে।

তবে বাণিজ্য মন্ত্রনালয়ের একটি টিম মার্চ মাসে আম বাগান পরিদর্শন করেছেন। ইতিমধ্যে উপজেলার আর রপ্তানি যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। ফলে এই আম রফতানি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম জানান, উপজেলায় ৮ হাজার ৩৬৮ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। এই উপজেলার আম স্বাদে ও গুণে অনন্য। চলতি মৌসুমে ৪ হাজার মেট্রিক টন আম রপ্তানির জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর