বাঘায় প্রখর রোদে বড়ালের পানি গরম হয়ে মরে যাচ্ছে মাছ


বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় তাপদাহে বড়ালে মরে যাওয়া মাছ ধরছে শিশুরা। শনিবার (২৯ এপ্রিল) আড়ানী পৌর এলাকার গোচর বড়ালে এই মাছ ধরতে দেখা গেছে।
জানা যায়, অনড়াবৃষ্টির কারণে খরার কবলে পড়েছে এলাকা। প্রখর রোদে বড়ালের পানি গরম হয়ে মাছ মরে যাচ্ছে। এই মাছ স্থানীয়রা ধরে নিয়ে যায়।
এ বিষয়ে গোচর গ্রামের সুমন হোসেন বলেন, আমি নদীর ধার দিয়ে গরুর জন্য খাস কাটতে যাচ্ছিলাম। এ সময় দেখি কয়েকটি মাছ ভেসে আছে। পরে নদীর ক্যাসিল সরিয়ে ২ কেজি মাছ ধরেছি।

এদিকে সুরুজ আলী ১ কেজি মাছ ধরেছে। মাছের মধ্যে বাইম, ইচি, পুটি, টাকি, সোল পেয়েছেন। অপর দিকে জামনগর ইউনিয়নের গৈয়লার ঘোপের কয়েকজন নারী-পুরুষকে মাছ ধরতে দেখা গেছে।

এদিকে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না। পানির অভাবে জমিতে চাষাবাদ করতে পারছেন না কৃষকরা। ক্ষেতের মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। নদ-নদী, খাল-বিলের পানি শুকিয়ে গেছে। কয়েক দিন থেকে এমন অবস্থা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বাদশা কপি হাউজের মালিক মোহাম্মদ বাদসা বলেন, আমার দোকানে বিদুৎ চালিত বসানো মর্টারে পানি উঠছে না। ফলে দোকান চালাতে গিয়ে খুব হিমসিম খেতে হচ্ছে। এছাড়া আমার বাড়িতে বসানো টিউবওয়েলেও পানি উঠছেনা। ফলে পানি নিয়ে খুব বেকায়দায় রয়েছি।

উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী কে এম নাসির উদ্দীন বলেন, কোথাও কোথাও ৩০ থেকে ৩৫ ফিট পানির স্তর নীচে নেমে গেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে পানির সমস্যা দেখা দিয়েছে। অকেনস্থানে নদ-নদীর পানি গরম হয়ে মাছ মরে যাচ্ছে। বৃষ্টি না হওয়ায় কারনে এমন অবস্থা সৃষ্টি হয়েছে।