বাঘায় নারী ভাইস চেয়ারম্যান পদে ২ আ’লীগ সমর্থকের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা


বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে ১৭ জুলাই উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দুইজন প্রাথীই আ’লীগের সমর্থক। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা (কলস) ও আওয়ামী লীগের সমর্থক রিনা খাতুন (ফুটবল)।

দুই প্রার্থীই বিজয়ের আসাবাদী। তারা সকাল থেকে গবীর রাত পর্যন্ত নিজ নিজ সমর্থকদের নিেেয় প্রচারনা চালাচ্ছেন।

জানা যায়, ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে রিজিয়া আজিজ সরকার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি ৮ এপ্রিল হার্ডস্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এ পদটি শুন্য হয়। এই পদে ভোট গ্রহণ হবে ১৭ জুলাই। ৩১ মে নির্বাচন কমিশনের নির্দেশনায় রাজশাহী সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার আবুল হোসেনের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫৯টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্টিত হবে। সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় নিয়ে বাঘা উপজেলা পরিষদ গঠিত।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্মকতা ফাতেমা খাতুন বলেন, সুষ্ট সুন্দর ভোট গ্রহণ অনুষ্টিত হবে আশা করছি। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৩৭। এরমধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৩৬২ এবং নারী ভোটার ৮১ হাজার ২৭৫ জন।