মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় অজ্ঞাত বৃদ্ধের লাশের পরিচয় মেলেনি

Paris
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ


বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় ১৮ ঘন্টায় অজ্ঞাত (৭০) এক বৃদ্ধের লাশের পরিচয় মেলনি। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পর্যন্ত লাশের ছবি বিভিন্ন থানায় দেওয়ার পরও পরিচিয় পায়নি পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টায় আড়ানী পৌর এলাকার কুশাবড়িয়া গ্রামের তিন রাস্তা মোড়ের বড়াল নদীর ধার থেকে লাশ উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া গ্রামের কাউন্সিলর রবিউল ইসলাম জানান, অজ্ঞাত এক বৃদ্ধ খালিগায়ে চেক ও কালো রঙ্গের লুঙ্গি এবং সাদা রঙ্গের একটি ব্যাগ পাশে নিয়ে তিন রাস্তা মোড়ের পাশে বড়াল নদীর ধারে উপর হয়ে পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। পরে বাঘা থানায় সংবাদ দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তার মাথায় কালো লম্বা চুল, মুখে সাদা দাঁড়ি, তার ব্যবহৃত একটি বাঁশের লাঠি পড়ে ছিল। তার ডান পায়ের গুড়ালিতে একটি আপ রয়েছে।

তবে স্থানীয়দের ধারণা সে প্রকৃতির ডাকে সাড়া অথবা বড়ালে গোসল করতে গিয়ে রাস্তা থেকে নিচে নামতে গিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হতে পারে।
এ বিষয়ে বাঘা থানার ওসি তদন্ত সবুজ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় সনাক্ত করার জন্য তার ছবি বিভিন্ন থানায় দেওয়া হয়েছে। তার পরিচয় পাওয়া না গেলে লাশ দুইদিন হাসপাতালের মর্গে রাখার পর ময়না তদন্ত শেষে সরকারিভাবে দাফন করা হবে।

সর্বশেষ - রাজশাহীর খবর