বাগাতিপাড়া পৌরসভায় কর্মচারীদের কর্মবিরতি, নাগরিক সেবা বন্ধ

বাগাতিপাড়া প্রতিনিধি: রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতাসহ অন্যান্য সকল সুবিধার দাবিতে নাটোরের বাগাতিপাড়া পৌরসভার কর্মচারীরা দুই দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন শুরু করেছেন।

বাংলাদেশ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের ডাকে সোমবার সকাল ৯টা থেকে নাগরিক সকল সেবা বন্ধ রেখে পৌরসভার কর্মকর্তা-কর্মাচারীরা পৌরসভার ফটকের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন।

এদিকে আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালনের কথা রয়েছে তাদের।

এসব কর্মসূচীতে পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের জেলা দপ্তর সম্পাদক সেলিম রেজা, সদস্য উত্তম কুমার ভৌমিক, উপজেলা সভাপতি রায়হান আলী, সম্পাদক জিন্দার আলী, প্রচার সম্পাদক শাহিন আক্তার, কোষাধ্যক্ষ নাসরিনা খাতুন প্রমুখসহ ১৩ জন কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, পৌরসভার নিজস্ব অর্থায়নে পরিশোধ নিয়মের কারণে পৌরসভা থেকে ২৬ মাস ধরে তারা বেতন-ভাতা পাননি। এর ফলে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

স/শা