বাগাতিপাড়া ডিগ্রী কলেজের নবনির্মিত চারতলা আইসিটি ভবনের উদ্বোধন

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া সরকারী ডিগ্রী কলেজের নবনির্মিত চারতলা আইসিটি ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে নব জাতীয়করনকৃত বাগাতিপাড়া ডিগ্রী কলেজের নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম।

তথ্য ও প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারী কলেজ সমুহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মাউশি (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) এর বাস্তবায়নে প্রায় দুই কোটি ৫০ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যায়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ ভবন নির্মাণ করে। উপজেলায় চারটি ডিগ্রী কলেজে এ ভবন নির্মান করা হয়েছে।

এ উপলক্ষে কলেজ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ শহিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফারুকুজ্জামান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলী, যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জী প্রমুখ।

স/অ