বাগাতিপাড়ায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুইজনের দণ্ড

বাগাতিপাড়া প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুইজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদের আদালত এ সাজা দেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ঠেঙ্গামারায় এ ঘটনা ঘটে।

 
আদালত সুত্রে জানা যায়, ঠেঙ্গামারা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে ওই স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করতো বখাটে উপজেলার ফাগুয়াড়দিয়াড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজিব হোসেন (১৬)। মঙ্গলবার দুপুরে রাজিব তার অপর বন্ধু একই গ্রামের আঃ রশিদের ছেলে নয়ন আলী (১৫)কে সাথে নিয়ে আবারো উত্ত্যক্ত করে ওই ছাত্রীকে । স্কুলে ফিরে ঘটনাটি শিক্ষকদের জানায় ছাত্রী।

 

এরপর শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি (ইউএনও) দ্রুত সেখানে পৌছে ওই দুইজনকে আটক করে। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত দুই বখাটেকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।

স/অ