বাগাতিপাড়ায় সাবেক ছাত্রদল সভাপতি আটক

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ-মিছিলের প্রচেষ্টাকালে সাবেক পৌর ছাত্রদলের সভাপতি আবু রায়হানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার মালঞ্চি রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবু রায়হান উপজেলার বারইপাড়া এলাকার তছলিম উদ্দিন তুফানের ছেলে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার মালঞ্চি বাজার এলাকায় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করছিল। এ সময় বিশৃঙ্খলা ঘটাতে পারে এমন আশঙ্কায় পুলিশ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থল থেকে সাবেক পৌর ছাত্রদল সভাপতি আবু রায়হানকে আটক করে।

পুলিশ জানায়, বিশৃঙ্খলা ঘটাতে পারে এমন আশঙ্কায় আবু রায়হানকে আটক করে থানায় আনা হয়েছে।
তবে এ রিপোর্ট লেখা (বিকাল ৪টা) পর্যন্ত তাকে গ্রেফতার দেখানো হয়নি।

এ ব্যাপারে বাগাতিপাড়া উপজেলা বিএনপি সভাপতি মোশাররফ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে তিনি ঢাকায় আছেন। আবু রায়হানকে আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে কেন আটক করা হয়েছে তা তিনি জানেন না।

স/শা