বাগাতিপাড়ায় মাতৃভাষা দিবস উদযাপনে সাংস্কৃতিক সন্ধ্যা

বাগাতিপাড়া প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত ও মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। রোববার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমী হল রুমে উপজেলা প্রশাসন এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।

একাডেমীর শিল্পীরা অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এর আগে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথির বক্তব্য দেন এবং পুরো অনুষ্ঠান বিপুল সংখ্যক দর্শকদের সাথে উপভোগ করেন।

এসময় তিনি বলেন, মহান ২১ ফেব্রুয়ারী অন্যান্য ভাষা ও সাংস্কৃতিকে সম্মান করতে শেখায়। ইউএনও প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, সহকারী ভূমি কমিশনার নিশাত আনজুম অন্যন্যা, ওসি নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ।

বাগাতিপাড়ায় মাতৃভাষা দিবস উদযাপনে সাংস্কৃতিক সন্ধ্যা