বাগাতিপাড়ায় বিজ্ঞান মেলার উদ্বোধন

বাগাতিপাড়া প্রতিনিধি:
‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

বুধবার উপজেলা জিমনেসিয়ামে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান।

ইউএনও নাসরিন বানুর সভাপতিত্বে এবং পরিসংখ্যানবিদ আরশাদ মাহমুদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউএইচএফপিও ডা. আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, মৎস্য অফিসার অহেদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের উপজেলার সেরা ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষার্থীদের আবিষ্কৃত প্রযুুক্তি প্রদর্শিত হচ্ছে এ মেলায়।

প্রত্যন্ত গ্রামকে প্রযুক্তির আওতায় এনে ‘ডিজিটাল গ্রাম’ নির্মাণ, সেন্সরের মাধ্যমে কম জনবলে বিদ্যুৎ ও পানির অপচয় রোধ এর প্রযুক্তিসহ বিজ্ঞান শিক্ষার্থীদের নানা আবিষ্কার মেলার স্টলগুলোতে স্থান পায়।

স/অ