বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষকদের একযোগে বৃক্ষরোপন

বাগাতিপাড়া প্রতিনিধি:
সারাদেশে প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে এক ঘন্টায় ৪ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়ায় বৃক্ষ রোপন করছে প্রাথমিক শিক্ষকরা।

উপজেলা শিক্ষা বিভাগ, ইউআরসি এবং ৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এক যোগে ৩৫৪টি বৃক্ষ রোপন করেন।

রোববার দুপুর ১২ টায় পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি আঃ হামিদ মিয়া, ইউআরসি এর ইন্সট্রাক্টর আনন্দ মোহন বিশ্বাস, সহকারী ইন্সট্রাক্টর শহিদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

স/অ