বাগাতিপাড়ায় পল্লী উন্নয়ন অফিসের ক্ষুদ্র ঋণ ও গাছের চারা বিতরণ

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় পল্লী প্রগতি প্রকল্পের সদস্যদের মাঝে ক্ষুদ্র ঋণ ও বিনামূল্যে গাছের চারা বিতরন করা হয়েছে। পল্লী উন্নয়ন অফিস কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পটির চক বাঁশবাড়িয়া দক্ষিণপাড়া দলের ১২ জন নারী সদস্যের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ও ক্ষুদ্র ব্যবসা খাতে মোট দুই লাখ ৪৬ হাজার টাকা ঋণ বিতরন করা হয়েছে।

 
বুধবার সকালে  ইউএনও ফুলবাগান চত্ত্বরে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ।

 
অন্যান্যদের মাঝে সহকারী কমিশনার (ভুমি) ফারজানা খানম, প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান, জুনিয়র অফিস সহকারী মৃদুল কুমার রায়, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামরুন্নাহারসহ বিভিন্ন দফতরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
স/শ