বাগাতিপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগতিপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে হিন্দু সম্প্রদায়ের এক স্কুল ছাত্রী বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নাটোর সদরের রামনগরের স্বর্ণ ব্যবসায়ী বিজন নামের এক ব্যাক্তির সাথে চিথলিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীত পড়ুয়া এক ছাত্রীর বিয়ে ঠিক করেন ছাত্রীর বাবা-মা। সে মোতাবেক মঙ্গলবার সব আয়োজন সম্পন্ন করে। বিষয়টি ওই দিন সন্ধ্যার কিছু পূর্বে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জিতু জানতে পেরে বিয়ের বাড়িতে হাজির হন। পরে সেখান থেকে কনেসহ তার বাবা-মাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে রাত ১১ টার দিকে স্থানীয় ইউপি মেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে কনের বাবা-মা ১৮ বছরের পূর্বে তাদের মেয়ের বিয়ে না দেওয়ার মুচলেকা দিলে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জিতু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/অ