বাগাতিপাড়ায় নির্বাচনী ক্যাম্পে বিশৃংখলা সৃষ্টি: তিন জনের অর্থদণ্ড

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় নির্বাচনী ক্যাম্পে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে তিন জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চকমহাপুর বাজারে এক অভিযান পরিচালনা করে এ দন্ডাদেশ দেন।

দন্ডিতরা হলেন, তসলিম উদ্দিন (৩৫), মোতাহার আলীর ছেলে মধু আলী (৩০), মৃত শমসের আলীর ছেলে আজিজুল ইসলাম (৫০)। তারা সবাই বাগাতিপাড়া উপজেলার চকমহাপুর গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে চকমহাপুর বাজারে চেয়ারম্যান পদে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী অহিদুল ইসলাম গকুলের নির্বাচনী ক্যাম্পে বিশৃংখলার খবর পেয়ে সেখানে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই তিনজনকে আটক করা হয়।

আটকরা সবাই নৌকা প্রতীকের সমর্থক। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষী সাবস্ত্য হওয়ায় তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

এসময় সেখানে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম সেখ উপস্থিত ছিলেন।

 

স/আ