বাগাতিপাড়ায় নাটক সাজিয়ে দুই চাঁদাবাজকে আটক করলো পুলিশ

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় মোবাইল ফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি করা দুই চাঁদাবাজকে নাটকীয়ভাবে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে এ আটক করা হয়। আটক কৃতরা হলো উপজেলার মাড়িয়া গ্রামের উপেন দাসের ছেলে তাপস (২০) ও চক স্বরাপপুর গ্রামের সেলিম রেজার ছেলে মেহেদী হাসান (২০)।

 
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, গত ১১ দিন ধরে উপজেলার মাড়িয়া ঋষিপাড়া গ্রামের মংলা দাসের নিকট থেকে মোবাইল ফোনে হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় গত ৪ মে মংলা দাস বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন। এরপরও চাঁদা দাবি অব্যহত থাকলে পুলিশ নাটক সাজায়।

 
পুলিশের শেখানো অনুযায়ী চাঁদাবাজদের ২০ হাজার টাকা দিতে রাজি হন মংলা দাস। সে মোতাবেক বুধবার গালিমপুর ব্রীজের পশ্চিম পাশে টাকা লেন-দেন হওয়ার কথা হয়। পরে নির্ধারিত সময়ে মংলা দাস টাকা নিয়ে সেখানে হাজির হন। এসময় দুই চাঁদাবাজ মংলার নিকট থেকে টাকা নেওয়ার সময় ওত পেতে থাকা পুলিশ তাদের আটক করে।

 
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

স/শ