বাগাতিপাড়ায় দুই দিনব্যাপী গার্ল গাইড ক্যাম্প সম্পন্ন

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই দিনব্যাপী গাইড ক্যাম্প-২০১৯ ক্যাম্প ফায়ার ও তাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে সমাপনী অনুষ্ঠান শুরু হয়ে রাতে শেষ হয়।

বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১০ জন গাইডার তাঁবু জলসায় বিভিন্ন কর্মকান্ড উপস্থাপন করে। এতে বাগাতিপাড়া বালিকা বিদ্যালয় ও ইয়াসিনপুর বালিকা বিদ্যালয় যৌথভাবে প্রথম, নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং চাঁদপুর রফাতুল্লা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। শেষে এক আলোচনা সভায় ইউএনও নাসরিন বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান।

উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সম্পাদিকা সেলিনা আক্তার আইভি’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদ, উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের কমিশনার দিল আফরোজা প্রমুখ।

স/শা