বাগাতিপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা পেল শিক্ষাবৃত্তি

বাগাতিপাড়া প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ। সোমবার সকালে বাগাতিপাড়া উপজেলা জিমনেসিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৮ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মোট ৯৬ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষা বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খাঁন প্রধান অতিথি থেকে প্রত্যেক শিক্ষার্থীকে নগদ এক হাজার ৭শ’ টাকা এবং একটি করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন।

উপজেলা নির্বার্হী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহাবুবুর রহমান, সদস্য ফরিদা পারভীন, আব্দুল্লাহ শাফি প্রমুখ। একই অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ফরিদা পারভীনের নিজস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিড়া সামগ্রী বিতরন করা হয়।

 

স/আ